শপথ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে ।
সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে ঢাকার সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রথমে শপথ নেন মেয়র সাইফুর রহমান (সাইফার)। এরপর ৯ জন ওয়ার্ড কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শপথ নেন।
গত ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় নবগঠিত আলফাডাঙ্গা পৌরসভার। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুর রহমান নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।