শপথ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে ।

সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে ঢাকার সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে প্রথমে শপথ নেন মেয়র সাইফুর রহমান (সাইফার)। এরপর ৯ জন ওয়ার্ড কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শপথ নেন।

গত ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় নবগঠিত আলফাডাঙ্গা পৌরসভার। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুর রহমান নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031