নিখোঁজের ১২ ঘণ্টা পর শীতলক্ষ্যা নদী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আহাম্মেদ জয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে । রবিবার সন্ধ্যা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জয়ের।
সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারভেজ আহাম্মেদ জয় রূপগঞ্জের বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি জয়। পরদিন দুপুরে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও আসছে…