দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দোষ প্রমাণ হলে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. মোতালেব হোসেন ও কর্মচারী নাসির উদ্দিনকে গ্রেপ্তারের পর আজ সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পুলিশ যেহেতু তাদের গ্রেপ্তার করেছে তাহলে নিশ্চয়ই কোন অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেবো। এর আগে শিক্ষামন্ত্রণালয়ের ওই দুই কর্মকর্তা-কর্মচারীসহ লেকহেড গ্রামার স্কুলের মালিক নিখোঁজ হয়েছেন দাবি করে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে গতকাল রাতে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে।