একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে রাজধানীর লালবাগ থানা এলাকায়। আজ রোববার সকালে কেল্লার মোড় সংলগ্ন ফজলুল হক মিনির বাড়ির বিপরীত দিকের ওই ভবনটির উপরের অংশ হেলে পাশের ভবনে লেগে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাগ থানার ওসি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবাস কুমার পাল জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আমাদের পক্ষ থেকে রাজউক ও সিটি করপোরেশনকে জানানো হয়েছে। আর ভবনটির বাসিন্দাদের বসবাসে সতর্ক করা হয়েছে। তাদের ভবন ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এরপর দুপুরে রাজউকের অঞ্চল ৫ এর অথোরাইজড কর্মকর্তা আশীস কুমার সাহার নেতৃত্বে চার সদস্যের অগ্রবর্তী দল বাড়িটি পরিদর্শন করেছেন।
এসময় আধাঘণ্টার মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দেয়া হয়। এছাড়া সন্ধ্যার মধ্যেই ভবনটির গ্যাস-পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়।