নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা ও ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিচারসহ তিনদফা দাবিতে আবারো প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে। মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের রাজু স্মারক ভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে এ আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। মিছিলটি কলা ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, কাজী মোতাহার হোসেন ভবন মোকাররম হোসেন ভবন হয়ে কার্জন হলে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারী বলেন, প্রশাসন আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে ৷ তা সম্পূর্ণ অযোক্তিক ও অগ্রহণযোগ্য ৷ আমরা নিজেদেরকে ভাঙচুরকারী দাবি করে রাজু ভাস্কর্যে প্রায় তিনদিন অবস্থান নিয়েছি ৷ কিন্তু প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করতে আসেনি ৷ এসময় বিক্ষোভকারীরা বিশ^বিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে তাদের তিনদফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। তিন দফা হলো- আন্দোলনকারীদের বিরুদ্ধে করা অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করা, অধিভুক্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা যৌননিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর পদত্যাগ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |