imagesaএলার্ট নিউজ প্রতিনিধি চট্টগ্রাম:প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যা মামলায় ৫ ছাত্রের তিনদিন করে রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্তরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিবিএ-এমবিএর ছাত্র। তারা হলেন, কক্সবাজার সদরের নুরুল আমিনের ছেলে ওয়াহিদুজ্জামান নিশান, হাটহাজারী ধলই’র শামসুল হক তালুকদারের ছেলে এসএম গোলাম মোস্তফা, রাউজান তালুকদার বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে আশরাফুল আলম আশরাফ, রাউজান গহিরার গিয়াসউদ্দিন হায়দার চৌধুরীর ছেলে জিয়াউল হায়দার চৌধুরী ও ফটিকছড়ি আজাদী বাজার এলাকার আলমগীর হোসেনের ছেলে তামিমুল আলম তামিম ।
মেট্রোপলিটন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনে মিনান পূর্বকোণকে জানান, আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত শুনানিশেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দামপাড়া ক্যাম্পাসে ব্যবসায় প্রশাসন বিভাগের বিদায় অনুষ্ঠানের মহড়ার সময় একদল ছাত্রের সাথে কথা কাটাকাটির সময় সতীর্থদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা সার্জেন্ট আবু তাহের বাদি হয়ে চকবাজার থানায় মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন। হত্যার অভিযোগে পুলিশ ৫ ছাত্রকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031