র্যাব সাড়ে ১৩ হাজার ইয়াবা ট্যবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ফেনীতে । শুক্রবার দুপুরে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মনির হোসেনকে (৪০) আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ধুসর রঙ্গের একটি প্রাইভেটকার (ঢাকামেট্রো গ-১২-৬৭৪০) তল্লাশি করে। র্যাব গাড়িটির পেট্রল ট্যাঙ্কে লুকানো অবস্থায় ১৩ হাজার ৬’শ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এসময় ওই গাড়িতে থাকা মাদক ব্যবসায়ী মো. মনির হোসেনকে আটক করে পুলিশ।
র্যাব আরো জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ৬৮ লাখ ৩৫ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানিয়েছে র্যাব।