এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ রাজশাহীতে । এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১ হাজার ইয়াবা।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর মতিহার থানার মিরকামারী মহল্লার বেলাল হোসেনের স্ত্রী জেসমিন ওরফে বিবিজান, নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা জামালপুর এলাকার লিয়াকত আলীর ছেলে শওকত আলী।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ইয়াবা কেনাবেচার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে তাদের।