প্রেমিকার নাম লাভলী, আর প্রেমিক আল আমিন। প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে এ ঘটনা ঘটে। আহত আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাভলীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
আল আমিনের বন্ধু রাজু জানায়, আল আমিন চকবাজার ইসলামবাগ এলাকায় থাকে। পেশায় প্লাস্টিক ব্যবসায়ী।
লাভলী নামে এক তরুণীর সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ছুরিসহ ওই তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন, তিনি ইডেন কলেজে পড়েন। আল আমিন তাকে জোর করে ধরে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি সম্পর্ক রাখতে চাইছেন না। তবে আল আমিন তাকে বিরক্ত করতেন। তাই মেয়েটি ওই যুবককে পিঠে ছুরিকাঘাত করেছেন। আল আমিনের পিঠের দুই জায়গায় আঘাত লেগেছে। এ ঘটনা এখনো কোনো মামলা হয়নি।
এদিকে আল আমিন চিকিৎসাধীন থাকায় তার কাছ থেকে কোনো জবানবন্দী মেলেনি। ওসি জানান, আল আমিন সুস্থ হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।