বাংলাদেশ বানান ভুল ছাপা হয়েছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টিকেটে । টিকেটের গায়ে ভুল বানানে বাংলাদেশ লেখা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ নিয়ে ব্যপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে । ত্রিদেশীয় সিরিজের আয়োজক দেশ বাংলাদেশ। টুর্নামেন্টের আয়োজক দেশের বানান ভুল হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরদারির আভাব রয়েছে বলে সবাই মনে করছে। এ ঘটনায় বেশ বিব্রত বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের টিকেটে ইংরেজি অক্ষরে বাংলাদেশ বানানটা লেখা হয়েছে এভাবে BNANGLADESH।
বোঝাই যাচ্ছে ‘B’ অক্ষরের পর একটা অতিরিক্ত ‘N’ যোগ হওয়াতেই বেধেছে বিপত্তি। এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের টিকেটে কীভাবে খোদ নিজের দেশের নামটাই ভুল থাকতে পারে, তা ভেবে নিশ্চয়ই অবাক হচ্ছেন অনেকে।