সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তরসমূহের সাড়ে তিন লাখের বেশি শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন।

মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মোহা. গোলাম রাব্বানীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান।

মন্ত্রী বলেন, শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়েছে।

আশরাফুল ইসলাম জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তরসমূহে বর্তমানে তিন লাখ ৫৯ হাজার ২৬১ পদ শূন্য রয়েছে। শূন্য পদসমূহের মধ্যে প্রথম শ্রেণির ৪৮ হাজার ২৪৬, দ্বিতীয় শ্রেণির ৫৪ হাজার ২৯৪, তৃতীয় শ্রেণির এক লাখ ৮২ হাজার ৭৩৭ এবং চতুর্থ শ্রেণির ৭৩ হাজার ৯৮৪টি পদ রয়েছে।

মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৯ম ও ১০ থেকে ১২ গ্রেডের (১ম ও দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩ থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা জনবল নিয়োগ করে থাকে।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031