টিনশেডের দ্বিতল বাড়ির ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর তেজকুনি পাড়ায়। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সূত্র জানায়, ওই ভবনের ছাদে টিনশেডের ঘরে গ্যাসের লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।তবে হৃদয় নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। হৃদয় ও তার মা আমেনা বেগম ওই ঘরে থাকতেন।
আমেনা বেগম জানান, হৃদয় বাসায় ঘুমিয়ে ছিলো। আগুন লাগার পর বাসা থেকে সবাই বের হয়ে আসলেও হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, গ্যাসের লাইন থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।