বিএনপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে । আজ সোমবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, ২০১৫ সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন আমরা দেখেছি। সেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এছাড়া ৫ই জানুয়ারির নির্বাচনে অত্যন্ত দানবীয় কায়দায় ভোটাধিকার হরণ করা হয়েছিল। যা এখনো দুঃস্বপ্ন হয়ে আছে।

রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের ভোটের অধিকার হরণ করা। এই সরকারের অধীনে বিগত স্থানীয় সরকারের নির্বাচনসহ কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তা সত্বেও আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তিনি বলেন, শেখ হাসিনার আমলে গণতন্ত্রের কোনো স্পেস নেই। এই স্বৈরাচারী সরকার লোক দেখানোর জন্য নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে। তারপরও আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কাজ করার আহ্বান জানান তিনি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031