পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআন শরিফকে অবমাননার অভিযোগে হাসান উল ইসলাম নামে এক ব্যক্তিকে পাঁচ দিনের রিমাণ্ডে নিয়েছে নারায়ণগঞ্জে। রবিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান-এর আদালতে ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী বিশ্বাস এর সত্যতা নিশ্চিত করেছেন। এসময় আদালতপাড়ায় কয়েক হাজার মুসল্লি অবস্থান নেন।
পুলিশ ও বিক্ষুদ্ধ এলাকাবাসী জানায়, হাসান উল ইসলাম সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে কোরআন শরিফ অবমাননা করে কয়েকটি ছবি আপলোড করে। যা দ্রুত ছড়িয়ে পরে। এ ঘটনায় শুক্রবার দুপুরে জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ করলে তার পরিবারের লোকজনসহ সে আত্মগোপনে চলে যায়। এ নিয়ে তার গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা।
পরে শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামালউদ্দিন জানান, শনিবার সকালে হাসানকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।