বিএনপি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে । মেয়র পদে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী পাঁচ জন ইতিমধ্যে ফরম নিয়েছেন। তারা হলেন- ড. আসাদুজ্জামান রিপন, এম এ কাইয়ুম, শাকিল ওয়াহেদ, তাবিথ আউয়াল ও মেজর (অব.) আখতারুজ্জামান। আজ রোববার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথমে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির সহপ্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ। এরপর সাড়ে ১২টার দিকে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান মনোনয়ন ফরম নেন।
বেলা পৌনে একটার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের পক্ষে ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত। পরে দুপুর ২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং এর আধাঘণ্টা পর মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাবিথ আউয়াল।
আগামীকাল সোমবার বিকাল চারটার মধ্যে মনোনয়নপত্রগুলো ২৫ হাজার টাকা জামানত সহ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। এদিন রাতেই দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাতকার নেবেন।
উল্লেখ্য. আগামী ২৬শে ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।