ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম আতিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আগামীকাল দুপুর আড়াইটায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেবেন। আজ রোববার মুঠো ফোনের ক্ষুদে বার্তায় মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন মেয়র প্রার্থী আতিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন। এর আগে গত শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধিরা। সে সময় প্রতিনিধি দলে ছিলেন আতিকুল ইসলামের নির্বাচনী সমন্বয়ক ও একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান, সহকারী সমন্বয়ক ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম, রবিউল ইসলাম রবি, মোশাররফ হোসেন যুবরাজ।
উল্লেখ্য, আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এবার মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |