দু’পক্ষ রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে উখিয়ার কুতুপালং পাহাড়ী এলাকায় নবনির্মিত মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতের আবুল কাশেমের ছেলে মমতাজ মিয়া (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত মুহিবুল্লাহ, নজিব হোসেন, শাকের উল্লাহ,রুস্তম, ফরিদ আলমসহ সহ ৪জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুল্লাহ মাঝিকে গ্রেপ্তার করলে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মমতাজ মিয়া ও থানায় আটক আরিফুল্লাহ মাঝির মধ্যে মধ্যে ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।