বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে শিগগিরই সুসংবাদ দেবেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । তবে, এ নিয়ে বিস্তারিত কিছু বলেন নি তিনি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী এমন ইঙ্গিত দেন। তিনি বলেন, এমপিওভুক্তির বিষয়টি নির্ভর করে অর্থের ওপর। অর্থ মন্ত্রণালয় না চাইলে এটা করা যায় না। আর একবার এমপিওভুক্ত করা হলে টাকা সংস্থানের উৎস স্থায়ী করতে হয়।
এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব চেষ্টা করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী এমপিওভুক্তির বিষয়ে মত দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। আর শিক্ষা মন্ত্রণালয়ও এজন্য কাজ চালিয়ে যাচ্ছে বলে আশ্বাস দেন নুরুল ইসলাম নাহিদ।