সংগঠনটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ নেতাদের সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন । গণভবনে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন দেখা করতে গেলে শেখ হাসিনা এই নির্দেশ দেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রলীগের নেতারা জানান, তারা ৩১ মার্চ এই সম্মেলন করতে চান। তবে প্রধানমন্ত্রীর সময় দেয়ার ওপর নির্ভর করছে সব কিছু।

গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে মার্চের মধ্যে সম্মেলনের আয়োজন করতে বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

তবে একই দিন ছাত্রলীগের নেতা-কর্মীরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়ে গেলে প্রধানমন্ত্রী সম্মেলনের বিষয়ে কিছু বলেননি।

সর্বশেষ ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। গণতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। আর ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল। এরই মধ্যে সম্মেলনের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছে একটি পক্ষ।

ছাত্রলীগের নেতারা জানান, আজ সোমবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণভবনে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। সেখানেই প্রধানমন্ত্রী নেতাদের সম্মেলনের তারিখ চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাকির হোসাইন ঢাকাটাইমসকে বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) সাথে আজকে আমাদের দেখা হয়েছিল। তিনি আমাদের সম্মেলনের প্রস্তুতি নিতে বলেছেন।’

সম্মেলনে তারিখ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না-জানতে চাইলে জাকির বলেন, ‘সম্মেলনের তারিখ আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাব। এরআগে আমরা পেন্ডিং যেসব কমিটি রয়েছে সেগুলো আমরা দিয়ে দেবো।’

একই প্রশ্নে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ঢাকাটাইমসকে বলেন, ‘আগামী ১২ তারিখ আমাদের কার্যনির্বাহী বৈঠক হবে। সেখানেই আমরা সিদ্ধান্ত জানাব।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031