অভিযান চালিয়ে সাত লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বিজিবি-২ এর সদস্যরা কক্সবাজারের টেকনাফে।
আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কাঁটাবনিয়ার পুরাতন মেরিন ড্রাইভ সড়ক থেকে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২২ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, টেকনাফ-২ বিজিবির সাবরাং বিওপির হাবিলদার মো., মাহবুবুল আলমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য স্থানীয় কাঁটাবনিয়ার পুরাতন মেরিন ড্রাইভ সড়কের পার্শ্বে ঝোঁপের আড়ালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৫/৬ জন লোককে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এসময় তারা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল হতে বস্তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৭ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।