শনিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে চয়েস পরিবহনের একটি বাস চাপায় দু পা হারাতে বসেছে সালাম (৪৫) নামের এক ভিক্ষুক, বাঁচার আশাও ক্ষীণ চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায়।এতে তার দু পা-ই থেঁতলে গেছে।।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, ওই এলাকায় সড়কের পাশে ভিক্ষা করছিলেন সালাম। এ সময় চয়েস পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তার দু-পাই থেঁতলে যায়। সালামের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে আলাউদ্দিন তালুকদার বলেন, তার দুটো পা-ই কেটে ফেলতে হবে। বেঁচে থাকার সম্ভাবণাও খুব কম।