বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফে সাত লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে । যার বাজার মূল্য সাড়ে ২২ কোটি টাকা। আজ শনিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ বিষয়ে ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কাটাবুনিয়া বিওপি’র সদস্যরা টহলে নামেন। এসময় ৬ থেকে ৭ জন লোককে চারটি প্লাস্টিকের বস্তা মাথায় সমুদ্র উপকূল থেকে পুরাতন মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করা হয়। চ্যালেঞ্জ করার পর পাচারকারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে দৌঁড়ে দ্রুত পাশের গ্রামে ঢুকে পড়ে।
পরে ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাগুলো খুলে সাত লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ২২ কোটি টাকা। তিনি আরো জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।