তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একজন শিক্ষকই পারেন দেশ ও জাতিকে পরিবর্তন করতে। যেটা কোন রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তা পারেন না। তাই আজকে এই শিক্ষা উৎসব। আর একটি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে এই শিক্ষা উৎসব।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত কোর্ট মাঠে অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রজ্ঞাময়ী মা, সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মরনোত্তর গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইউএনও সন্দ্বীপ কুমার সরকার, অধ্যক্ষ আতিকুর রহমান, অধ্যাপক সন্তোষ কুমার সাহা, প্রীতি ওয়ারেসা প্রমুখ।

অনুষ্ঠানে প্রয়াত অখিল চন্দ্র কুন্ডুকে শিক্ষানুরাগী মরনোত্তর সম্মাননা, বীর মুক্তিযোদ্ধা মরহুম বদিউজ্জামান, শিক্ষাবিদ মরহুম মোজাম্মেল হক কাজল, স্যার যদুনাথ সরকার, শিক্ষাবিদ প্রফেসর ড. রমজান আলী সরদারসহ চারটি ক্যাটাগরিতে ৯০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031