মায়ের উপর অভিমান করে দশ বছরের ইতি খাতুন নামে ৫ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে৷ বৃহস্পতিবার রাতে পুলিশ লাইন কদমতলায় নিজ বাড়িতে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে স্বজনরা যশোরে । নিহত ইতি পুলিশ কনস্টেবল ইমরুলের মেয়ে৷
কোতোয়ালি থানার এসআই হাবিবুর রহমান জানান, পুলিশ কনস্টেবল ইমরুল ও তার পরিবার পুলিশ লাইন কদমতলায় একটি বাড়িতে ভাড়া থাকে। গতকাল রাতে নিহত শিশুর মা রুমা পড়াশুনা নিয়ে বকাবকি করলে অভিমানে ঘরে ফ্যানের সাথে গামছা পেচিয়ে ফাঁস দেয়। টের পেয়ে মা রুমাসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভূইয়া মৃত ঘোষণা করে।
নিহত ইতি খাতুন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।