কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেন তারা। আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত কলেজটি বন্ধ থাকবে। আজ শুক্রবার সকালে শিক্ষার্থীরা হল ত্যাগ করেন। এর আগে গতকাল গভীর রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫জন নেতাকর্মী আহত হয়।
ঘটনা তদন্তে কলেজের উপাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মহসিন উজ-জামান জানান, গভীর রাতে কিছু ছাত্র মারামারিতে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহতও হয়। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সবার নিরাপত্তার কথা বিবেচনা করে কলেজ আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।