র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ক্ষেত্রিপাড়া হাইস্কুল মোড় এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে দুই কেজি গাঁজাসহ অবিরন বেগম নামে এক নারী গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাজীব কুমার দেবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদে র্যাবের একটি দল দুপুর সোয়া একটার দিকে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ক্ষেত্রিপাড়া হাইস্কুল মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তারা অবিরন বেগম নামে গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করে। তার বাড়ি নয়াপাড়া এলাকায়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা।
এই ঘটনায় জামালপুর সদর থানায় মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।