ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেট থেকে তাদের আটক করা হয় রাজশাহীতে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই হাজার ৮০০ ইয়াবা।
আটকরা হলেন- নগরীর আহম্মদপুর এলাকার আমির উদ্দিন, রামচন্দ্রপুর বৌবাজার এলাকার শামীম ইসলাম এবং হোসনীগঞ্জ এলাকার হায়াতুল মেসকাত।
রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা বেচাকেনার গোপন সংবাদে র্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়। অভিযানে এই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
তাদের কাছ থেকে দুই হাজার ৮০০ ইয়াবা ছাড়াও তিনটি মুঠোফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আটকদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে পুলিশ।