কর্ণফুলী থানা পুলিশ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে । থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, ‘শনিবার রাত পৌনে ১২টায় উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়। তারা হলেন, নেত্রকোনা জেলার বেনুয়া গ্রামের কলমাকান্দা গ্রামের আবু তাহেরের পুত্র মো: শিহাব উদ্দীন (৩৭) ও নাটোর জেলার পাটিকাবাড়ি গ্রামের মো: নজরুল ইসলামের পুত্র মো: শফিকুল ইসলাম (২৮)। তাদের মধ্যে শিহাব চট্টগ্রাম সেনানিবাসের কর্পোরাল ও শফিকুল একই সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত।’
ওসি সৈয়দুল মোস্তফা জানান, শিহাব ও শফিকুল ইসলাম চেকপোস্টের আগেই চেয়ারকোচ থেকে নেমে অন্য গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় কর্ণফুলী থানা পুলিশ তাদের দু’জনের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা পায়, যার আনুমানিক মূল্য কোটি টাকা। পরে পুলিশ জানতে পারে তারা দুইজনেই সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্য। এ ঘটনায় কর্ণফুলী থানার উপ–পরিদর্শক তৌফিকুল ইসলাম বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং–৪৮।’ আটকের পর ওই দু’জনকে চট্টগ্রাম সেনানিবাসে হস্তান্তর করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।