কার্ভাডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখে সংঘর্ষে ৪জন নিহত ও কমপক্ষে ২৫জন আহত হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলায় । হতাহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-১৪৯৫) উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখি অপর একটি যাত্রীবাহী বাসের (বগুড়া-ব-৪৬৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ১জন মারা যায়।

পরে হাসপাতালে আরো ৩যাত্রী মারা যায়। হাসপাতাল সূত্রে জানাযায়, আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশংকা জনক। ফলে মৃতের সংখ্যা আরো বারড়তে পারে।
এদিকে ওই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয়পক্ষে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি  হয়েছে।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ হাসপাতালে ৩জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031