পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ।

আজ শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. সাকিব (১০) শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮) বলে প্রাথমিকভাবে জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামাল হোসেন।

তিনি বলেন, দুপুরে আমির আলী ও দিদার পাহাড় কাটছিলেন। এ সময় ওপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়লে পাশে দাড়িয়ে থাকা সাকিব, আমির ও দিদার মাটির নীচে চাপা পড়ে। এতেই তাদের মৃত্যু হয়।

পরে মাটি খুড়ে স্থানীয় লোকজন ৩ জনের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলের দিকে গেছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031