অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিছুই করে না। তারা ননসেন্স। আজ বুধবার সচিবালয়ে ব্যাংক খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে সিপিবি’র বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির বিষয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন তিনি। এসময় অর্থমন্ত্রী টানা আট বছর দায়িত্বে থেকেও ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, ব্যাংকিং নিয়ন্ত্রণে দুর্বলতা আছে, দ্যাটস অল। কিন্তু তাদের (সিপিবি) তো অ্যাসিসটেন্স নেই। তারা ননসেন্স।
কিছুই করে না। দুই চারজন নেতা আছে, তাদের তো বাঁচতে হয়। বাঁচার জন্যই এগুলো করে তারা।