খেলাফত মজলিস শিক্ষামন্ত্রীসহ সকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। আজ বুধবার বিকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল। গতকাল মঙ্গলবার সন্ধ্রায় এক বৈঠক শেষে আজ এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ঘুষ খাওয়ার অনুমতি প্রদানকারী শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তার বক্তব্য মতে, ‘মন্ত্রীরা চোর’ তাই শিক্ষামন্ত্রীসহ সকল মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।
দেশে ঘুষ, দুর্নীতির যে সয়লাব চলছে শিক্ষামন্ত্রীর বক্তব্যের মাধ্যমে তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাই দেশ ও জাতির স্বার্থে চোর ও দুর্নীতিবাজদের হটিয়ে জনগণের মতের ভিত্তিতে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে।