এলার্ট নিউজ প্রতিনিধি গাজীপুর: গাজীপুরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পুলিশবাহী মাইক্রোবাসের ধাক্কায় জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় দুই কনস্টেবলসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
আজ শনিবার ভোররাত ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পুষ্পদাম রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআইর নাম মো. হারুন অর রশিদ।তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, একটি মাইক্রোবাসে করে পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। ভোরে ওই মাইক্রোবাসটি বাঘের বাজারের পুষ্পদাম এলাকায় পৌঁছলে ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এএসআই হারুনসহ ৩ কনষ্ট্রেবল ও মাইক্রোবাসের চালক ফারুক (৩২) আহত হন। গুরুত্বর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যান।
গুরুত্বর আহত কনষ্ট্রেবল জব্বার, মানিকসহ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।