অধ্যক্ষ শামসুজ্জোহা ওরফে বেলাল (৪০) আবার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ডিগ্রি কলেজের ।
শনিবার দিবাগত রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার খাড়ইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ পিস ইয়াবা।
এর আগে গত ১০ এপ্রিল চার পিস ইয়াবাসহ অধ্যক্ষ বেলালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই দিন যে বাড়িতে তিনি ইয়াবা কিনতে গিয়েছিলেন সে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল আরও ১০০ পিস ইয়াবা।
আওয়ামী লীগের নেতা বেলাল দীর্ঘদিন ধরেই ইয়াবায় আসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের পর রাতেই অধ্যক্ষ বেলালকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা হয় একটি মামলাও। পরে রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।