এলার্ট নিউজ প্রতিনিধি ঢাকা: ১০ মার্চ- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত বছরের ঢাকা সফরকালে বাংলাদেশের জন্য ঘোষিত ২০০ কোটি ডলারের ঋণ মঞ্জুরির এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।inhhh

আজ বুধবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার উপস্থিতিতে ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যাদবেন্দ্র মাথুর ও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের মধ্যে এই ঋণরেখা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, ভারত সরকার ঋণচুক্তির অধীন প্রকল্প প্রস্তাবসমূহের দ্রুত অনুমোদন দিতে বদ্ধপরিকর।

দ্বিতীয় এই ঋণচুক্তির অধীনে বিদ্যুৎ, রেলপথ, সড়ক, পরিবহন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহাজ চলাচল, স্বাস্থ্য ও কারিগরি শিক্ষা খাতের মতো বিভিন্ন সামাজিক ও অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্যে চিহ্নিত হয়েছে। ২০ বছরে পরিশোধযোগ্য (আপৎকালীন সংরক্ষণ অধিকারসহ) সুদের হার বছরে ১ শতাংশ।

২০০ কোটি ডলারের ঋণ এ দেশে এ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ঋণচুক্তি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031