ভারতের জয়পুরে যাত্রাবাহী একটি বাস একটি সেতু থেকে নদীতে পড়ে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহত হয়েছেন ২৪ জন। শনিবার সকালে রাজস্থানের সাওয়াই মাধুপুর জেলার ডুবি নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত জানা যায় নি।
তবে ধরে নেয়া যায় যে, ঘন কুয়াশার কারণে এমনটা ঘটে থাকতে পারে।