বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মো: ওমর ফারুক চৌধুরী বলেছেন আলবদর নেতার ফাঁসি বহাল, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শাসনামল হচ্ছে রাজনৈতিক স্বস্তির শাসনামল। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জগনের ক্ষমতায়ন’ বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে বলেই-বাংলাদেশ আজ বিশ্বে বিস্ময়। বাংলাদেশ আজ সারাবিশ্বের অনুকরণীয়।
বুধবার (৯ মার্চ ) সকাল ১০টায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে হরতাল বিরোধী সমাবেশ প্রধান অতিথি হিসেবে ওমর ফারুক চৌধুরী এ সব কথা বলেন।
এই ‘জগনের ক্ষমতায়নের’ মূল কথা হল- জনগনের স্বতস্ফুর্ত অংশগ্রহণে রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ নিশ্চিত করা। জণগনের ক্ষমতায়নের অর্থ হল-সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগনের মতামতের গুরুত্ব দেওয়া। সেই জন্যই আজ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে অর্থ্যাৎ শেখ হাসিনা জনগনের দ্বারা, জনগনের জন্য এবং জনগণ উৎসারিত।
এ সময় ঢাকা মহাগর দক্ষিণের নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ইসমাইল চৌধুরী সমাটের রোগমুক্তি কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিয়ষক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, হারুন অর রশিদ, নাজমুল হোসেন টিটু, যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক মোহম্মদ মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় নেতা মোহম্মদ আলী মিন্টু, মনিরুল ইসলাম হাওলাদার, বশির উদ্দিন মোল্লা, পাভেল আহম্মেদ, শামসুল আরিফিন নাইম প্রমুখ।
সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল ও গাজী সারোয়ার হোসেন বাবু।