আব্দুর রহমান বদি উখিয়া–টেকনাফের সংসদ সদস্য বলেছেন, ব্যাপক হারে রোহিঙ্গা আগমন ও আশ্রয়ের কারণে আশংকাজনক হারে বাড়ছে ইয়াবা পাচার। কোন আত্মসম্মান বোধ কোন লোক ইয়াবার মত মাদক পাচার করতে পারে না। গতকাল বৃহস্পতিবার উখিয়া উপজেলার মাসিক আইন শৃংখলা উন্নয়ন সমম্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানান। গতকাল বৃস্পতিবার উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙক্ষখলা উন্নয়ন কমিটির সমম্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন, যারা কয়েক বছর পূর্বে একেবারে নিঃস্ব, দিন মজুর, ট্যাক্সি চালক বা ভ্যান চালক ছিল সে ধরনের লোকজন বর্তমানে কয়েকটি বাড়ি–গাড়ির মালিক হয়েছে। ইয়াবার কালো টাকায় গড়া অবৈধ সম্পদের মালিকদের ব্যাপারে দুদক, জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য সংস্থার লোকজন খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

বাংলাদেশে কোন ইয়াবার গডফাদার নেই দাবি করে তিনি বলেন, কিছু লোক অভ্যাসগত কারণে আর কিছু লোকজন রাতারাতি কালো টাকার সম্পদের মালিক হতে জঘন্য ইয়াবার পাচার কাজে জড়িত হয়ে পড়ছে। অধিক হারে রোহিঙ্গা আগমন ও সে সংক্রান্ত ব্যাপারে প্রশাসনসহ আইন শৃঙক্ষখলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগে ইয়াবা পাচার বাড়লেও অভিযান প্রায় স্তিমিত হয়ে পড়েছে। তাই সম্মিলিতভাবে ইয়াবার বিরুদ্ধে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযানের মাধ্যমে যুবক, কিশোর ও আগামী প্রজম্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা প্রয়োজন। সভায় বক্তব্য দেন–ইউপি চেয়ারম্যান যথাক্রমে জাহাঙ্গীর কবির চৌধুরী, গফুর উদ্দিন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, খায়রুল আলম চৌধুরী, অধ্যক্ষ শাহ আলম, উখিয়া আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন আহমদ প্রমুখ। এর আগে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, উন্নয়ন সমম্বয় কমিটির সভা ও মাসিক এনজিও বিষয়ক সমম্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031