পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুলিশাখালী এলাকা থেকে রনি তালুকদার (২৬)কে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে গ্রেপ্তার করেছে । এসময় তার কাছ থেকে ১১৮পিস ইয়াবা, ১’শ গ্রাম গাজা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে রনিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে গোপনে সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গুলিশাখালী গ্রামে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে মাদক ব্যবসায়ী রনিকে আটক করে। এসময় তার শরীর ও বসত ঘরে তল্লাশী চালিয়ে ১১৮পিস ইয়াবা, ১০০গ্রাম গাজাঁসহ ১৫ হাজার ৫৭২ টাকা উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রনি তালুকদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।