সিটি করপোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন। এর সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এর কোনো প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে না। দেশের নির্বাচন পদ্ধতি যে নিরপেক্ষ সেটাই রংপুরে প্রমাণ হয়েছে। আজ শুক্রবার সিলেটে বীমা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, দেশে যেখানে বহু রাজনৈতিক দল রয়েছে, সেখানে একেক জায়গায় একেক দলের প্রার্থী নির্বাচিত হবেন- এটা খুবই স্বাভাবিক।
দেশের নির্বাচন পদ্ধতিতে যে নিরপেক্ষতা রয়েছে তা এই নির্বাচনে প্রমাণিত হয়েছে। এর আগে অর্থমন্ত্রী কবি নজরুল অডিটোরিয়ামে বীমা মেলার উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।