বাংলাদেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে । সম্প্রতি ওই হামলার ঘটনা ঘটে। অবশ্য সৌদি এয়ার ডিফেন্স ফোর্স ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে ধ্বংস করে দেয়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল ওই হামলার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলা হয়- বাংলাদেশ এ ধরনের একপক্ষীয় ও উস্কানিমূলক কার্যক্রমের নিন্দা জানায়। এমন আক্রমণ মধ্যপ্রচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে বাংলাদেশ সরকার সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এতে স্পষ্ট করেই বলা হয়- এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরব সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।