স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের আমল সব নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন । বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু হবে।

মুক্তিযুদ্ধের বিজয়ের ৪৬তম বার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীতে জাতীয় পার্টি (জেপি) এর এক আলোচনায় নাসিম এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই সরকারের আমলে অনেক নির্বাচন হয়েছে। সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে। কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির বিজয়ের পর আর কিছু বলে না।’ ‘তারা (বিএনপি) সব কিছুতে বলে নো নো বলে আসছে। এটা তাদের অভ্যাস হয়ে গেছে।’

আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে জানিয়ে নাসিম বলেন, ‘মির্জা ফখরুলকে বলব জনগণের প্রতি আস্থা রাখুন। অন্য কিছু চিন্তা করে লাভ নাই। অসাংবিধানিক কোন দাবি মানা হবে না ‘

‘শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। যদি অন্য কিছু করার চেষ্টা করেন তাহলে ১৪ দল মাঠে নামবে। এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। জনগণের রায় মেনে নেন।’

১৪ দলের মুখপাত্র বলেন, আগামী নির্বাচন এমপি, মন্ত্রী বানানোর জন্য হবে না।’ নাসিম বলেন, ‘আগামী নির্বাচন কেবল মন্ত্রী-এমপি বানানোর জন্য না। এই নির্বাচন হবে গত নয় বছরে যা কিছু অর্জন করেছি সেগুলো রক্ষা করার জন্য।’

‘এই নির্বাচনে যদি দেশের জনগণ কোনো ভুল করে তাহলে সব অর্জন নষ্ট হয়ে যাবে। যদি নির্বাচনে অন্য কিছু হয় তাহলে সব অন্ধকারে চলে যাবে। যারা আসবে তারা ৭১এর ঘাতক, হায়েনার দল। আমরা যদি কোন ভুল করি তাহলে সব অর্জন শেষ হয়ে যাবে।’

দেশে আইনের শাসন নাই বলে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যখন বঙ্গবন্ধুর খুনিরা ঘুরে বেড়াচ্ছিল তখন আইনের শাসন কোথায় ছিল? প্রেসক্লাবে মিটিং করেছিল, লাল সবুজ পতাকা তুলে দেওয়া হয়েছিল যুদ্ধাপরাধীদের গাড়িতে। তখন আইনের শাসন কোথায় ছিল?’।

জাতীয় পার্টি (জেপির) চেয়ারম্যান  এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া প্রমুখ এই আলোচনায় অংশ নেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031