রোববার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৩ বছর।  ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বার্ধক্যজনিত রোগে তিনি চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯২৪ সালে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে জন্ম নেন নজরুল ইসলাম।

 ব্যবসা জীবনের শুরুতে পিতা এস এম আতাহার আলী তালুকদারের সঙ্গে কাজ করেন। পরে আলাদাভাবে নিজের ব্যবসা শুরু করেন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন ওয়ালটন গ্রুপ।
ওয়ালটনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার বেলা পৌনে ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন গ্রুপের করপোরেট অফিসে নজরুল ইসলামের প্রথম জানাজা ও দুপুর ১২টায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আসর বাদ তৃতীয় জানাজার পর টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031