এক হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন (৩৫) ও সজল হোসেন নামে দুই যুবককে আটক করেছে। এসময় ফেনসিডিল বহনকারী (যশোর-ড-১১-০৩৯৫) একটি কাভার্ডভ্যানও আটক করা হয় যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে । আজ সোমবার ভোর পাঁচটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া থেকে এদের আটক করা হয়।
আটক জাকির হোসেন ঝিকরগাছা উপজেলার গদখালী কাশিয়ানি গ্রামের আবুবক্কার সিদ্দিকীর ছেলে। সজল একই উপজেলার কৃষ্ণনগর মাঠপাড়ার মৃত ইব্রাহিম গাজীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবীর বলেন, আমাদের কাছে গোপন খবর ছিল যে, মাদকের বড় একটি চালান যশোর-ঝিকরগাছা থেকে সাতক্ষীরা পাচার হচ্ছে। সোর্সের দেয়া সংবাদ মোতাবেক আমরা বাগআঁচড়া মোড়ে অবস্থান নিই।
ভোর পাঁচটার দিকে কাভার্ডভ্যানটি নির্ধারিত স্থানে এলে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।