পুলিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি জালিয়াতির সম্পৃক্ততার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে । রোববার বিকাল ৩টায় ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সন্দেহজনক ঘোরাফেরা অবস্থায় তাদের আটক করে বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলেন, রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান সজল ও ছাত্রলীগ কর্মী মোস্তফা বিন ইসমাইল। দু’জনই নিজেদের রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে পরিচয় দেন।
পুলিশ সূত্রে জানা যায়, বেরোবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে প্রক্সি পরীক্ষার দায়ে বিভিন্ন ইউনিটের ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দেখে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ আরও দুইজনকে আটক করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) ড. আবু কালাম মোঃ ফরিদ-উল ইসলাম বলেন, ‘আটকের বিষয়টি জেনেছি।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মহিব্বুল ইসলাম বলেন, অভিযুক্তদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।