দেশে টিভিএস মোটরসাইকেলের দাম কমানো হয়েছে। মডেলভেদে ৮ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে। বিজয়ের মাস জুড়ে এই অফার চলবে।
সম্প্রটি টিভিএস-এর পরিবেশক রয়েল অটো টিভিএস বিজয়োল্লাস নামে একটি অফার ঘোষণা করেছে। অফারটি ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এই অফারের আওতায় টিভিএস অ্যাপাচি সিঙ্গেল ডিস্ক ব্রেকের বাইকটি কেনা যাবে ১ লাখ ৬৯ হাজার ৭৬ টাকায়। ডাবল ডিস্ক ব্রেকের বাইকটির দাম এখন ১ লাখ ৭৮ হাজার ৭৬ টাকা। এছাড়াও অ্যাপাচি আরটিআর গ্লোসি রেড এখন মিলছে ১ লাখ ৬৪ হাজার ৯৫৫ টাকায়।
টিভিএস স্টাইকার এখন পাওয়া যাচ্ছে ১ লাখ ২২ হাজার ৭৬ টাকায়। মেট্রো প্লাসের ডিস্ক ব্রেক ভার্সনের দাম এখন ১ লাখ ১৬ হাজার ৩৭৬ টাকা। ড্রাম ব্রেক ভার্সনের দাম ১ লাখ ১১ হাজার ৭৬ টাকা।
টিভিএস-এর জনপ্রিয় বাইক মেট্রো কিক স্টার্টার বাইক এখন বিক্রি হচ্ছে ৯৮ ৮৯ হাজার ৪৭৬ টাকায়। সেলফ স্টার্টার ফিচার সমৃদ্ধ বাইকটি এখন পাওয়া যাচ্ছে ৯৮ হাজার ৪৭৬ টাকায়।
দেশের সকল রয়েল অটোর শো রুম থেকে এই অফারে টিভিএসের বাইক কেনা যাবে।