দুর্নীতি দমন কমিশন (দুদক) এবি ব্যাংকের চেয়ারম্যানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে । তারা হলেন, ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান ও শামিম আহমেদ চৌধুরী এবং হেড অব ফাইন্যানসিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্রাচার্য্য। তাদেরকে তলব ও তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য চেয়ে গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন চিঠি দেন।
দুদক সূত্রে জানা যায়, সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে অর্থ পাচার করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমানকে বুধবার এবং বাকিদের বৃহস্পতিবার তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সার্বিক দায়িত্বে রয়েছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। তাকে সহায়তা করবেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |