প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্ল্যানেট সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের পথে । প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে রওনা হন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের অভীন্ন প্রচেষ্টা বেগবান করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে এ সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের এ সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে সাক্ষাত করবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ। প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর ফ্লাইটটি চার্লস দে গল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।।