কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র পয়েন্টে বেসরকারি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এক পাইলট। এ ঘটনায় উদ্ধার অপর এক পাইলট হাসপাতালে চিকিৎসাধীন।
এখনও নিখোঁজ ২ জনকে উদ্ধারে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কাজ করছে। আরোহীরা সবাই বিদেশি নাগরিক।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৯ টায় যশোরের উদ্দেশে উড্ডয়ন করে পোনাবাহী কার্গো বিমানটি। এর ১০ মিনিট পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বিমানটি নিয়ে বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করেন পাইলট।
কিন্তু নিয়ন্ত্রণে আনতে না পারায় মুহূর্তেই বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ৪জন নিখোঁজ হন।
স্থানীয় জেলেদের সহায়তায় ফায়ার সার্ভিস বিধ্বস্ত বিমান থেকে পাইলটসহ ২জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় এক পাইলটকে মৃত ঘোষণা করেন কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নোবেল কুমার বড়ুয়া।
দুর্ঘটনার পর থেকেই বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ শুরু করেছে।