পৃথক ঘটনায় দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাজধানীতে । লাকি আক্তার (১৮) নামে এক তরুণী ও শিউলী আক্তার (৩০) নামে অপর এক গৃহবধু আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে তেজগাঁওয়ের বেগুন বাড়ি এলাকার বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন লাকি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাকি বগুড়ার সারিয়া কান্দি উপজেলার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।
তার বড় বোন লাভলী জানান, লাকি বদ মেজাজি ছিল।
হঠ্যাৎ রাগ করে ঘরের এক কক্ষে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তারপর হাসপাতালে নিলে জানা যায় তার মৃত্যু হয়েছে।
এদিকে আজ ভোরে খিলগাঁওয়ের মেরাদিয়ার ৩৩/৩ নম্বর বাসায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস নেয় পোশাককর্মী শিউলী আক্তার। মুমূর্ষু অবস্থায় তাকেও একই হাসপাতালে নেয়া হলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিউলী বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আরঙ্গ গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।
নিহতের ছোট ভাই মো. রানা জানান, সিএনজি অটোরিকশা চালক স্বামী ইসমাইল হোসেনের সঙ্গে ও একমাত্র ছেলে রিফাতকে (৪) নিয়ে শিউলী ওই ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় এক পোশাক কারখানায় কাজ করতেন। ভোরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে বোনের বাসায় ছুটে এসে তাকে অচেতন অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যাই। পারিবারিক কলহের জের ধরে শিউলী আত্মহত্যা করেছেন দাবি তার।